আইএসআইএস জঙ্গি সন্দেহে মহারাষ্ট্র থেকে ১৭ বছরের কিশোরসহ গ্রেফতার ১০

মঙ্গলবার গভীর রাতে আইএসআইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত সন্দেহে ১৭ বছরের এক কিশোরসহ মোট ১০ জনকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্র অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) ওই সন্দেহভাজনদের থানে, মামব্রা ও ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, প্রজাতন্ত্র দিবসের আগে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষছিল ধৃতেরা।
বেশ কয়েক মাস ধরেই মহারাষ্ট্র প্রশাসনের কাছে খবর ছিল, আইএসআইএস জঙ্গিরা হামলার ছক কষছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এটিএস-এর প্রায় ১২ টি দল অভিযান চালায়। গভীর রাতে মামব্রা, থানে এবং ঔরঙ্গাবাদ থেকে জঙ্গি সন্দেহে মোট ১০ জনকে গ্রেফতার করে তারা। যদিও তাদের নাম প্রকাশ করেনি মহারাষ্ট্র পুলিশ। তবে তাদের কোন জায়গা থেকে গ্রেফতার করেছে সে সম্পর্কিত তথ্য দিয়েছে পুলিশ। আনুমানিক ২০ থেকে ২৫ বছর বয়সী ২ যুবক ঔরঙ্গাবাদের কাইসর কলোনি এলাকায় দীর্ঘ দিন ঘাঁটি গেড়েছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে রাসায়নিক পদার্থ ও ধারালো অস্ত্র। ৩৫ বছর বয়সী ও ২৫ বছর বয়সী দু’জনকে ঔরঙ্গাবাদেরই দামাদি মহল ও রাহাত কলোনি এলাকা থেকে পাকড়াও করা হয়। এরপর, পঞ্চম সন্দেহভাজনকে মামব্রার অমৃতনগর থেকে গ্রেফতার করে পুলিশ। অন্য চারজনকেও মামব্রার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবে ১৭ বছর বয়সী নাবালককে থানে থেকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ বিস্ফোরক, রাসায়নিক দ্রব্য, অ্যাসিড বোতল, ধারালো অস্ত্র, বেশ কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড এবং হার্ড ড্রাইভ।

Comments are closed.