আইএসটিডি-র সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় হয়ে গেল কনভেনশন, নতুন বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের উদ্যোগ

ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএসটিডি) এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে তার কলকাতা শাখার সম্প্রতি রাজারহাটের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে এক সম্মেলনের আয়োজন করে। এতে প্রায় পাঁচশো প্রতিনিধি যোগ দেন। সম্মেলনের সূচনা করেন গোলপার্ক রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচারের সাধারণ সম্পাদক স্বামী সুপর্ণানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে, ভারত সরকারের অন্যতম উপেদেষ্টা টি ভি রাও, আইএসটিডি-র জাতীয় সভাপতি নটরাজ রায়, রাজ্যের অন্যতম কর্তা ইন্দ্রনীল আইচ প্রমুখ। সম্মেলনে সংবর্ধিত করা হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট তরুণ কুমার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার ব্যানার্জির উপদেষ্টা এস চৌধুরী, অধ্যাপক বিবেক রায় চৌধুরী, দীপঙ্কর সিনহা প্রমুখকে।

বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, তার পদ্ধতি এবং প্রশিক্ষণের ক্ষেত্রে আইএসটিডি-র ভূমিকা নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা এই কনভেনশনে আলোচনা করেন। ভবিষ্যতে আরও নানা ধরনের প্রশিক্ষণের আয়োজনের বিষয়েও জোর দেওয়া হয়েছে।

 

Comments are closed.