ভারতে স‍্যাটেলাউট ইনিটারনেট পরিষেবা চালু করার লাইসেন্স পেল ইলন মাস্কের স্টারলিঙ্ক

ভারতে ইন্টারনেট পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় স্যাটকম লাইসেন্স পেল ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক।
দেশের টেলিকম মন্ত্রকের তরফে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট পারমিট দেওয়া হয়েছে স্টারলিঙ্ককে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গিয়েছে এই তথ্য।
এর আগে এয়ারটেলের ইউটেলস্যাট ওয়ানওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশনস এই ধরনের পারমিট পেয়েছে। ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক, তৃতীয় সংস্থা হিসাবে এই পারমিট পেল।
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেতে ২০২২ সাল থেকেই চেষ্টা চালাচ্ছে স্টারলিঙ্ক। এ জন্য সরকারের কাছে একাধিক বার আবেদন করেছিল তারা। অ্যামাজ়নের কুইপারও একই ধরনের লাইসেন্সের জন্য আবেদন করেছে। এর পাশাপাশি স্যাটেলাইট স্পেকট্রাম প্রশাসনিকভাবে বণ্টন করা হবে না তা নিলামে তোলা হবে, তা নিয়েও বিতর্ক কম হয়নি।

Comments are closed.