ঠান্ডা থাকবে আরও কিছু দিন, বুধ-বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে শীতের আমেজ আরও কিছুদিন থাকছে। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। মেঘলা আকাশ ও বৃষ্টির জন্য বুধবার থেকে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা আরও কমতে পারে। ফলে অনুভূত হবে বেশ শীত, জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন, আগামী বুধ ও বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। একদিকে থাকবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং অন্যদিকে ঘূর্ণাবর্ত। এই দুইয়ে মিলিয়ে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যুক্ত হবে।

উত্তরবঙ্গের দার্জিলিং এবং সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে সেই সময় 
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের তুলনায় সামান্য বেড়ে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস হয়। উত্তুরে হাওয়ার জন্য দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা (২২.১ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম ছিল। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া ও দার্জিলিংয়ের তাপমাত্রা একই ছিল (৬.৫ ডিগ্রি) এদিন। পুরুলিয়ায় তাপমাত্রা রবিবার আরও কমেছে।

Comments are closed.