দেশের সেরা ১০ স্কুলের মধ্যে নাম যাদবপুর বিদ্যাপীঠের, দেখুন তালিকা

দেশের সেরা ১০ স্কুলের মধ্যে নাম উঠে এল যাদবপুর বিদ্যাপীঠের। ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সেরা স্কুলের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় ষষ্ঠস্থানে নাম রয়েছে যাদবপুর বিদ্যাপীঠের। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির দুটি স্কুল। ২০২১ সালে যাদবপুর বিদ্যাপীঠের স্থান ছিল ১৩।

দিল্লির দুটি স্কুল প্রথম ও দ্বিতীয় স্থানে দিল্লির দুটি স্কুল থাকার আনন্দে একটি টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানে তিনি কেন্দ্রের প্রকাশ করার তালিকা তুলে ধরেন।

সেই তালিকায় এই বছর ১ থেকে ১০ এর মধ্যে কোন স্কুল রয়েছে, তা দেখা যায়। ২০২১ সালে সেই স্কুলগুলি কোন স্থানে ছিল তাও দেখা যায়। প্রথম স্থান পেয়েছে দিল্লির দ্বারকার রাজকীয় প্রতিভা বিকাশ স্কুল। দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা বিহারের রাজকীয় প্রতিভা বিকাশ স্কুল। তৃতীয় স্থানে রয়েছে কেরলের কোঝিকোড়ের GVHSS স্কুল(গার্লস)। চতুর্থ স্থানে রয়েছে মুম্বইয়ের ওয়ার্লি সিফেস মুম্বই পাবলিক স্কুল। পঞ্চম স্থানে রয়েছে ওড়িশার গাঞ্জামের ওড়িশা আদর্শ বিদ্যালয়। আর ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের যাদবপুর বিদ্যাপীঠ। ষষ্ঠ থেকে দশমের মধ্যে আরও তিনটি স্থানে রয়েছে দিল্লির তিনটি স্কুল।
দেখুন তালিকা-

Comments are closed.