মমতা ব্যানার্জির বাড়িতে জগন্নাথ পুজোর আয়োজন করা হল। পুজোর সংকল্প করলেন অভিষেক ব্যানার্জি। কালীঘাটের মমতার বাড়িতে শুক্রবার সকাল থেকেই শুরু হয় পুজো, মন্ত্রপাঠ, যজ্ঞ। পুজো ঘিরে বিশাল আয়োজন করা হয়েছিল। ছবিতে দেখা যায় বিশাল ভোগও রাখা রয়েছে। পুরীর জগ্নন্নাথ মন্দিরের সেবায়ত দ্বৈতপতিকে দেখা যায় এই পুজো করতে। অভিষেক ব্যানার্জিকে মুখে মাস্ক পড়ে বসে থাকত দেখা গিয়েছে। জানা গেছে, এই পুজোর সংকল্প করেছেন অভিষেক।
সাধারণত কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে ধুমধাম করে কালীপুজো হয়। প্রতিবছর এই পুজোতে প্রচুর মানুষের ভিড় দেখা যায়। কিন্তু এদিন কালীঘাটের বাড়ির কনফারেন্স হলে জগন্নাথ দেবের পুজো হতে দেখা গেল।
এই প্রথম তৃণমূল নেত্রীর বাড়িতে জগন্নাথ দেবের পুজো হল। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, আজই বিকেলে ঘোষণা হতে পারে বাংলার ভোটের দিনক্ষণ।