সকালে গ্রেফতার, সন্ধেয় জামিন, রাতে জেল হেফাজতে সুব্রত, ফিরহাদরা

সকালে গ্রেফতার, সন্ধেয় জামিন, রাতে জেল হেফাজতে। চুম্বকে এই হল সোমবারের দিনলিপি। 

 

 

 

 

সোমবার সকালে সিবিআই গ্রেফতার করে রাজ্যের ২ মন্ত্রী সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্রকে। তাঁদের সিবিআই বিশেষ আদালত জামিন দেয়। এরপর সিবিআই যায় কলকাতা হাই কোর্টে। সেখানে নিম্ন আদালতের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। ধৃত ৪ জনকে দু’দিনের জেল হেফাজতে পাঠানো হয়। বুধবার পরবর্তী শুনানি। 

সন্ধের রায় এভাবে রাতে বদলে যাওয়ায় হতবাক তৃণমূল। রাতেই নিজাম প্যালেসে গিয়ে ক্ষোভ উগরে দেন ফিরহাদ হাকিমের কন্যা। বলেন, নিম্ন আদালত জামিন মঞ্জুর করার পর ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল ফিরহাদ হাকিমদের। ফিরহাদ কন্যার প্রশ্ন, তাহলে কি হাই কোর্টে কী ফয়সালা হবে তা আগে থেকেই জানত সিবিআই? 

এদিকে প্রেসিডেন্সি জেলে ঢোকার পর থেকেই শরীর খারাপ লাগতে থাকে ধৃতদের। সুব্রত মুখার্জি, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জির শ্বাসকষ্ট শুরু হয়। তাঁদের পিজি হাসপাতালে ভর্তি করা হলেও সুব্রত মুখার্জি জেলে ফিরে গিয়েছেন। 

Comments are closed.