আগামী বছর জয়েন্টের প্রশ্ন বাংলাতেও

২০২১ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতেও হবে বলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে। তারা এই সিদ্ধান্তের কথা রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে জানিয়েও দিয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি রাজ্য সরকার। রাজ্যের দাবি, শেষ পর্যন্ত তাদের দাবির কাছে নতি স্বীকার করেছে কেন্দ্র।
কিছুদিন আগে জানানো হয়, এবার থেকে জয়েন্টের প্রশ্ন ইংরেজি, হিন্দির পাশাপাশি গুজরাতিতেও হবে। এতে বেদম চটে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, বাংলা-সহ অন্য আঞ্চলিক ভাষাগুলি কেন বঞ্চিত থাকবে। এটা বাংলার প্রতি চরম অবমাননা। তিনি বলেন, গুজরাতি ভাষার প্রতি আমার কোনও হিংসা নেই। আমি নিজেও অল্প অল্প গুজরাতি ভাষা জানি। কিন্তু তাই বলে বাংলা-সহ অন্য আঞ্চলিক ভাষাগুলিকে উপেক্ষা করা হবে কেন? তিনি এর প্রতিবাদ করে কেন্দ্রীয় সরকারকে চিঠিও দেন। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও। কেন্দ্রের তরফে বলা হয়, এর আগে সব রাজ্য সরকারকে চিঠি দিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। কিন্তু একমাত্র গুজরাত সরকার জানিয়েছিল, জয়েন্টের প্রশ্ন গুজরাতিতে হওয়া উচিত। আর কোনও রাজ্য চিঠির জবাব দেয়নি। যদিও তৃণমূল সরকার কেন্দ্রের ওই দাবির বিরোধিতা করেছিল। মমতা এই ব্যাপারে অন্য রাজ্যগুলিকেও প্রতিবাদে সামিল হতে বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, এর বিরুদ্ধে সব রাজ্যকে গর্জে উঠতে হবে। অন্য অনেক বিষয়ে রাজ্যের বিরোধিতা করলেও এই ইস্যুতে সরকারের পাশে দাঁড়ান রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনিও বাংলায় জয়েন্টের প্রশ্ন করা নিয়ে কেন্দ্রকে চিঠি দেন। এখন মুখ্যমন্ত্রীর দাবি, সব আঞ্চলিক ভাষাতেই জয়েন্টের প্রশ্ন করতে হবে।

Comments are closed.