২৭ মার্চ বাংলায় শুরু বিধানসভা ভোট। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মোট ৩০ আসনে ভোট। ঝাড়গ্রামে সব আসনে ভোট।
এক নজরে দেখে নেওয়া যাক, ঝাড়গ্রামের কোন আসনে কী অবস্থা?
নয়াগ্রাম বিধানসভা আসনে ২০১৬ সালে জেতেন তৃণমূলের দুলাল মুর্মু। ২০১৯ সালে এই কেন্দ্রে ৪ হাজারের কম ভোটে এগিয়ে বিজেপি।
এই আসনে ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে আছেন বকুল মুর্মু। তৃণমূল টিকিট দিয়েছে দুলাল মুর্মুকে। এখানে সিপিএম প্রার্থী হরিপদ সোরেন।
গোপীবল্লভপুর বিধানসভা আসনে ২০১৬ সালে জয়লাভ করেছিলেন তৃণমূলের চুড়ামনি মাহাত। ২০১৯ সালে এই কেন্দ্রে ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি।
একুশের ভোটে এবার বিজেপি টিকিট দিয়েছে সঞ্জিত মাহাতকে। তৃণমূল প্রার্থী ডক্টর খগেন্দ্রনাথ মাহাত। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী প্রশান্ত দাস।
ঝাড়গ্রাম বিধানসভায় ২০১৬ সালে জিতেছিলেন তৃণমূলের সুকুমার হাঁসদা। ২০১৯ লোকসভায় এখানে হাজার খানেক ভোটে এগিয়ে বিজেপি।
এই আসনে এবার বিজেপি প্রার্থী সুখময় শতপথী, তৃণমূলের হয়ে লড়ছেন তারকা প্রার্থী বিরবাহা হাসদা এবং সিপিএমের প্রার্থী হয়েছেন বিরবাহার স্কুলের বন্ধু তথা যুব নেত্রী মধুজা সেন রায়।
বিনপুর আসনে ১৬ সালে জয় পান তৃণমূলের খগেন হেমব্রম। ২০১৯ সালে এখানে ৩ হাজারের সামান্য বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এবার এই আসনে তৃণমূল প্রার্থী দেবনাথ হাসদা। বিজেপি প্রার্থী পলান সরেন। সিপিএম প্রার্থী দিবাকর হাসদা।