আইবি’তে একধিক শূন্যপদে নিয়োগ; আবেদন করবেন কীভাবে? জানুন বিস্তারি 

আইবি অর্থাৎ ইন্টালিজেন্স ব্যুরোতে একাধিক শূন্যপদে নিয়োগ হতে চলেছে। সম্প্রতি এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মাল্টি টাস্কিং স্টাফ এবং এগজিকিউটিভ পদে প্রায় ১৬৭৫টি শূন্য পদে নিয়োগ হবে।

কোনও স্বীকৃত বোর্ড থেকে ক্লাস টেন পাশ করতে হবে এবং বয়েস হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে। তাহলেই চাকরী প্রার্থীরা আবেদন করতে পারবেন। লিখিত এবং শারীরিক পরীক্ষা এবং সব শেষে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৮ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি। স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট https://www.mha.gov.in/ গিয়ে আবেদন করা যাবে। আবেদনের জন্য জেনারেল, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এবং ওবিসি শ্রেণিভুক্তদের ৫০০ টাকা করে এবং বাকি শ্রেণিভুক্তদের ৪৫০ টাকা জমা দিতে হবে আবেদন ফি বাবদ। 

Comments are closed.