জয়েন্ট এন্ট্রান্সে এবছর ছাত্রীর সংখ্যা গতবারের তুলনায় ১০ হাজার বেশি

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এবছর গতবারের তুলনায় ১০ হাজারেরও বেশি ছাত্রীর নাম নথিভুক্ত হয়েছে, যা বোর্ডের ইতিহাসে নজির। এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ২৮ এপ্রিল। আর এ জন্য অনলাইনে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছে বোর্ড।
সেখানে দেখা যাচ্ছে গত বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৩২,৯৪৫ ছাত্রী আবেদন করেছিলেন, সেখানে এ বছর ছাত্রীদের আবেদন জমা পড়েছে ৪৩,১২১। যা গত বারের তুলনায় ১০,১৭৬ বেশি।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ছাত্রীদের সংখ্যা, যা সর্বকালীন রেকর্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও কন্যাশ্রী প্রকল্প প্রভাব দেখা যাচ্ছে এ বার ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতেও। পাশাপাশি ছাত্রীদের ফর্ম ফিল আপের যে টাকা কমানো হয়েছে তারও ফল পাওয়া গিয়েছে আবেদনের ক্ষেত্রে।

Comments are closed.