বগটুইয়ের পর এবার হাঁসখালী, নাড্ডা পাঠাচ্ছেন ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ 

বগটুইয়ের ঘটনার মতো এবার হাঁসখালী কান্ডেও বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা একটি পাঁচ সদস্যের টিম পাঠাচ্ছেন, যার পোশাকি নাম ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’। পাঁচ সদস্যের ওই দলে রয়েছেন যোগী মন্ত্রিসভার মন্ত্রী বেবিরানি মৌর্য, সাংসদ বর্মা, অভিনেতা খুসবু সুন্দর, মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র, বিজেপির মহিলা মোর্চার সর্ব ভারতীয় সভাপতি বনথি শ্রীনিবাসন। 

গেরুয়া শিবির সূত্র খবর, হাঁসখালী এসে সরেজমিনে ঘটনা খতিয়ে দেখবেন টিমের সদস্যরা। নির্যাতিতার পরিবার, পাড়ার লোকজন ও পরিচিতদের সঙ্গে কথা বলবেন তাঁরা। এরপর একটি বিস্তারিত রিপোর্ট তৈরী করে জেপি নাড্ডার কাছে জমা দেবেন তাঁরা। সেই সঙ্গে রিপোর্টের এক কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও জমা দেওয়া হবে বলে খবর। বগটুইয়ের ঘটনার মতো হাঁসখালী কান্ডেও জেপি নাড্ডাই ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ তৈরি করে দিয়েছেন। 

উল্লেখ্য ইতিমধ্যেই তরুণীর মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বুধবার সকালেই সিবিআইয়ের একটি প্রতিনিধি দল হাঁসখালী থানায় পৌঁছে গিয়েছেন। পুলিশের কাছ থেকে তদন্তের রিপোর্ট, কেস ডায়েরি চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এসবের মধ্যেই বিজেপির টিম পাঠানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।    

Comments are closed.