জগদ্ধাত্রী পুজো স্পেশাল; হাওড়া থেকে একগুচ্ছ অতিরিক্ত ট্রেন চালাবে রেল

উৎসবের মরশুমে মেতে বাঙালি। দূর্গাপুজো কালীপুজো পেরিয়ে এখন জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। আসে পাশের জেলা থেকে হাজারে হাজরে মানুষ আসেন চন্দননগরের পুজো দেখতে। করোনা পর্ব কাটিয়ে প্রাচীন এই জনপদের পুজো ঘিরে এবারে রেকর্ড ভিড় হবে বলে মনে করা হচ্ছে। সে কারণে দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোয়ও স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাওড়া থেকে মোট ৬ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে বলে পূর্ব রেল সূত্রে খবর।

৬ জোড়া স্পেশাল ট্রেনের মধ্যে হাওড়া থেকে ব্যান্ডেলে চালানো হবে ৫ জোড়া ট্রেন। এবং বর্ধমান পর্যন্ত একটি। হাওড়া-ব্যান্ডেল আপ লাইনে যে ৫ জোড়া ট্রেন চলবে। বিকেল ৫.২০, সন্ধ্যে ৭টা ৫৫মিনিট, রাত ৮টা ৩৫ মিনিট এবং রাত ১১টা ১২ মিনিটে যথাক্রমে ট্রেনগুলো হাওড়া থেকে ছাড়বে। হাওড়া থেকে বর্ধমান একটি ট্রেন ছাড়বে রাত ১ টা ১৫ মিনিটে এবং সেটি বর্ধমান পৌঁছবে ৩ টে ৫০ মিনিটে।

Comments are closed.