SSC-এর Group-C, Group-D নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি হরিশ টনন্ডন 

বিতর্কের মাঝেই SSC- এর নিয়োগ সংক্রান্ত ১০ টি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টনন্ডন। সোমবার হাইকোর্ট সূত্রে একথা জানা গিয়েছে। এদিনই এসএসসির গ্রুপ-সি ও গ্রুপ-ডি নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলার শুনানির হওয়ার কথা ছিল হরিশ টনন্ডনের বেঞ্চে। তার আগেই মামলাগুলি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যদিও কী কারণে এই সিদ্ধান্ত তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। 

সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি নজিরবিহীন ঘটনা ঘটে। এসএসসি নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশে কেন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ বার বার স্থগিতাদেশ দিচ্ছে  তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপও দাবি করেন তিনি। হাইকোর্টের সিনিয়র আইনজীবীদের একাংশের বক্তব্য এরকম ঘটনা সম্প্রতি দেখা যায়নি। আর সোমবারই এই মামলা থেকে সরে দাঁড়ালেন জাস্টিস টনন্ডন। এই দুটি ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। 

Comments are closed.