সঙ্ঘ-ঘনিষ্ঠ কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন, স্বাগত তৃণমূল-সিপিএমের

শেষপর্যন্ত কে কে শর্মাকে সরিয়েই দিল নির্বাচন কমিশন।তাঁর জায়গায় এলেন বিবেক দুবে। বিএসএফের প্রাক্তন ডিজি কে কে শর্মাকে ২০১৮ সালে ইউনিফর্ম পরিহিত অবস্থায় কলকাতায় আরএসএসের একটি শাখা সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থীও। সম্প্রতি নির্বাচন কমিশন কে কে শর্মাকে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষকের দায়িত্ব দেয়। এতে তীব্র আপত্তি জানায় তৃণমূল। ইশতেহার প্রকাশ করে তৃণমূল নেত্রী নিজেও কমিশনের কাছে তাঁকে বদল করার দাবি জানিয়েছিলেন। ট্যুইটারে আরএসএসের শাখা সংগঠনের অনুষ্ঠানে কে কে শর্মার একটি ছবিও পোস্ট করেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। বুধবার তাঁকে পর্যবেক্ষক পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন সিপিএম পলিটব্যুরো সদস্য নীলোৎপল বসু। চিঠিতে নীলোৎপল বসু অভিযোগ করেন, আরএসএস ঘনিষ্ঠ কে কে শর্মাকে পর্যবেক্ষকের দায়িত্ব দিলে তা একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করা হবে।

রাজনৈতিক দলগুলির পরপর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কে কে শর্মাকে সরিয়ে দেওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত সরিয়েই দেওয়া হল তাঁকে। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল-সিপিএম।

Comments are closed.