সম্পত্তি বিক্রি করে প্রায় কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি কিনেছিল কালিয়াচককাণ্ডের আসিফ

কালিয়াচকে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্যের জাল। জানা গেছে, বিভিন্ন নামীদামী যন্ত্র কেনার জন্য আসিফ প্রায় কোটি টাকার সম্পত্তি বিক্রি করেছিল। রবিবার আসিফকে ১২ দিন ও তার দুই বন্ধু মাফুজ ও সাবিরকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে মালদা জেলা আদালত। ওইসব যন্ত্রগুলির ব্যবহার সম্পর্কে জানতে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানতে পেরেছে, আসিফের বাড়ি থেকে বাংলাদেশ সীমান্ত ঘণ্টাখানেকের দূরত্ব হওয়ায় বেতার তরঙ্গ ভেসে আসতে অসুবিধা হয় না। তাই এই জায়গায় বিভিন্ন ধরণের আধুনিক যন্ত্রপাতি বসিয়েছিল মহম্মদ আসিফ।

এমনকি আসিফের সঙ্গে জঙ্গিযোগ থাকতে পারে বলে অনুমান পুলিশের। কারণ ২০১৪ সালে ওই এলাকা থেকে গ্রেফতার হয়েছিল জিয়াউল হক।

আসিফকে জেরা করে শনিবার রাতে মহম্মদ মাফুজ ও সাবির আলিকে অস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে উদ্ধার হয়েছে, পাঁচটি সেভেন এমএম পিস্তল, ৮৪ রাউন্ড কার্তুজ এবং ১০টি ম্যাগাজিন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাধ্যমিক পাশ করার পর থেকেই বৈদ্যুতিন যন্ত্র কেনার ঝোঁক বাড়তে থাকে আসিফের। অনলাইনে যন্ত্রগুলি কিনত সে। বাবার ৬ বিঘা লিচুর বাগান, পাঁচ বিঘা চাষের জমি, দুটি ডাম্পার, একটি বোলেরো, দুটি মোটরবাইক বছর খানেকের মধ্যেই বিক্রি করে দেয় আসিফ। সব মিলিয়ে যার মূল্য কোটি টাকার উপরে।

কয়েকদিন আগে মালদার কালিয়াচকে বাবা, মা, বোন, ঠাকুমাকে খুন করে গুদামঘরে পুঁতে রাখার অভিযোগে গ্রেফতার হয় আসিফ।

Comments are closed.