Valentine’s day -তে প্রেম নয়, কঙ্গনা মজেছে জঙ্গল সাফারিতে

হুড খোলা জিপে দাঁড়িয়ে একাধিক পজে ছবি তুললেন কঙ্গনা।

গোটা বিশ্ব যখন “ভ্যালেন্টাইন্স ডে” উপলক্ষে প্রেমের জোয়ারে ভাসছে, তখন কঙ্গনা রানাওয়াত জঙ্গল সাফারিতে মজেছেন। ভ্যালেন্টাইন্স ডে-র দিন অন্য রূপে দেখা গেল কঙ্গনাকে। প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন বলি-কুইন। এমনই বেশ কয়েকটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করলেন কঙ্গনা।

শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের সাতপুরা ব্যাঘ্র সংরক্ষন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন কঙ্গনা রানাওয়াত। হুড খোলা জিপে দাঁড়িয়ে আছেন, মাথায় হেড ক্যাপ, হাতে দূরবীন, তার সঙ্গে গাল ভরা হাসি। হুড খোলা জিপে দাঁড়িয়ে একাধিক পজে ছবি তুললেন কঙ্গনা।

টুইটার এর পাশাপাশি ইনস্টাগ্রামে জঙ্গল সাফারির একটি ভিডিও শেয়ার করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

সম্প্রতি নতুন ছবি “ধাকড়”রের শুটিংয়ের জন্য মধ্যপ্রদেশে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। মধ্যপ্রদেশের বেটুলে “ধাকড়” এর শুটিং শুরু হলে, অভিনেত্রীকে জনরোষের সম্মুখীন হতে হয়। এই কারণে বলিউড কুইনের বাড়ি থেকে শুটিং স্পট সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Comments are closed.