বিজেপিতে যোগ দিয়েই পুরস্কার! দলত্যাগী ১৩ প্রাক্তন বিধায়ককে টিকিট দিল কর্ণাটকে ইয়েদুরাপ্পার দল

বিজেপিতে যোগ দিয়েই কংগ্রেস ও জেডিএস-ত্যাগী ১৩ জন প্রাক্তন বিধায়ক উপনির্বাচনে বিজেপির টিকিট পেয়ে গেলেন।
গত জুলাই মাসে কর্নাটকের তৎকালীন স্পিকার কে আর রমেশ ওই দুই দলের মোট ১৭ জন বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ খারিজ করে দিয়েছিলেন। পাশাপাশি, তাঁর নির্দেশ ছিল, ২০২৩ সাল পর্যন্ত এই বিধায়করা কোনও ভোটে দাঁড়াতে পারবেন না। এই নির্দেশের পর বিধায়করা সুপ্রিম কোর্টে যান। বুধবার সুপ্রিম কোর্ট তাঁদের সদস্যপদ খারিজের সিদ্ধান্ত বহাল রাখার রায় দেয়। তবে সর্বোচ্চ আদালত জানায়, আগামী ডিসেম্বরে তাঁরা উপনির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এর ২৪ ঘণ্টার কাটতে না কাটতেই ১৭ জনের মধ্যে ১৬ জনই গেরুয়া শিবিরে যোগ দেন। আর শুক্রবারই দলত্যাগী ১৩ প্রাক্তন বিধায়ক বিজেপির দাক্ষিণ্যও পেয়ে গেলেন। এ নিয়ে অবশ্য বিজেপির অন্দরেও ব্যাপক ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছে। এই ১৩ জন টিকিট পেয়ে যাওয়ায় অনেক বিধায়ককে বঞ্চিত হতে হবে। তাঁরা নির্দল প্রার্থী হিসেবেও দাঁড়িয়ে যেতে পারেন। তা নিয়ে কর্ণাটক বিজেপি বেশ চাপে আছে। ১৫ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি ৬ টিতে জিততে পারলেই কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে।

 

Comments are closed.