কসবা কেন্দ্রে সিপিএমের প্রার্থী তালিকায় এবারও থাকলেন তরুণ নেতা শতরূপ ঘোষ। এর আগেও এই কেন্দ্রে ভোটে লড়েছেন শতরূপ। তবে তৃণমূলের জাভেদ খানের কাছে পরাজিত হন তিনি। এবার জয় পাবেন কি? উত্তর মিলবে ২ মে।
অন্যদিকে TheBengalStory আগেই জানিয়েছিল টালিগঞ্জ কেন্দ্রে এবার সিপিএমের প্রার্থী হচ্ছেন অভিনেতা দেবদূত ঘোষ। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করেন বিমান বসু। এই কেন্দ্রে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছেন অরূপ বিশ্বাস। কিন্তু এবার অরূপকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত বামেরা।
বালি কেন্দ্রে বামেদের মুখ যুব নেত্রী দিপ্সীতা ধর। JNU প্রাক্তনী দিপ্সীতা বেশ কিছুদিন ধরেই হাওড়া জেলায় পার্টির কাজ করছেন। TheBengalStory আগেই জানিয়েছিল এবার তাঁকে প্রার্থী করতে চলেছে আলিমুদ্দিন।