চণ্ডীতলায় মহম্মদ সেলিম, সিঙ্গুরে সৃজন ভট্টাচার্য, কামারহাটিতে মানসের বদলে সায়নদীপ মিত্র

দীর্ঘদিন পর আবার বিধানসভা ভোটে লড়তে চললেন মহম্মদ সেলিম। বস্তুত তাঁকে মুখ করেই যে এবার বামেরা লড়াইয়ে নামবে তা প্রথম জানিয়েছিল TheBengalStory। বুধবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ঘোষণা করলেন মহম্মদ সেলিম দাঁড়াবেন হুগলির চণ্ডীতলা আসনে।

অন্যদিকে সিঙ্গুরে এক তরুণ বাম নেতাকে প্রার্থী করল বামেরা। এবার লাল ঝাণ্ডা নিয়ে সিঙ্গুরে লড়াই করবেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। এই আসনে লোকসভার ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে বিজেপি অনেক ভোটে এগিয়ে। ছাত্র নেতা সৃজনকে ভোটের ময়দানে নামিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ল CPM।

এদিকে ২০১৬ সালে সিপিএমের জেতা কামারহাটি আসনে প্রার্থী বদল করল আলিমুদ্দিন। সেখানে মানস মুখার্জির জায়গায় সিপিএমের হয়ে ভোটে লড়বেন DYFI নেতা সায়নদীপ মিত্র।

Comments are closed.