শ্রীনগরে জঙ্গি হানা, মৃত ২ রাজনৈতিক কর্মী

ফের রক্তাক্ত শ্রীনগর। জানা গেছে, শুক্রবার সকালে শ্রীনগরের কেন্দ্রস্থল কারফালি মহল্লা এলাকায় হামলা চালায় জঙ্গিরা। অভিযোগ, জঙ্গিদের গুলিতে নাজির ভাট, মুস্তাক ওয়ানি নামে ন্যাশনাল কনফারেন্সের দুই কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মৃত ও আহতদের লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালানো হয়। যদিও কোনও জঙ্গি সংগঠন এদিন বিকেল পর্যন্ত এই ঘটনার দায় নেয়নি। তবে পুলিশের অনুমান, এর পেছনে হিজবুল মুজাহিদিন জঙ্গিদের হাত থাকতে পারে।
উল্লেক্ষ্য আগামী ৮ অক্টোবর থেকে চার দফায় জম্মু কাশ্মীরে স্থানীয় পুরসভার নির্বাচন হওয়ার কথা। যদিও জম্মু ও কাশ্মীরের প্রধান দুই রাজনৈতিক দল, ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি জানিয়েছে তারা এই ভোট বয়কট করছে। সংবিধানের বিশেষ ধারা ৩৬ এ অনুযায়ী যাতে কাশ্মীরকে বিশেষ রাজ্যের স্বীকৃতি দেওয়ার কথা, কেন্দ্র বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট না করার প্রতিবাদে এই ভোট বয়কট বলে দুই দল জানিয়েছে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। কাশ্মীরে কোনও নির্বাচন এলেই জঙ্গিরা তা বয়কটের ডাক দেয়। তাই মনে করা হচ্ছে ভোটের আগে, মানুষ যাতে নির্বাচনে অংশ না নেয় সেই বার্তা দিতেই এই হামলা জঙ্গিদের। ঘটনার তীব্র নিন্দা করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

Comments are closed.