সিআরপিএফের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ নাবালকের, কেন্দ্র শাসিত কাশ্মীরে প্রথম মৃত্যু

সোমবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যকে ভেঙে দু’টুকরো করার কেন্দ্রীয় সরকারি সিদ্ধান্তের দিনই রক্ত ঝরল উপত্যকায়। মৃত্যু হল এক ১৭ বছর বয়সী কিশোরের। মৃত নাবালকের নাম ওসাইব আলতাফ, খবর হাফিংটন পোস্ট ইন্ডিয়া সূত্রে।
হাফিংটন পোস্ট ইন্ডিয়ার প্রতিবেদনে প্রকাশ, গত ৫ ই অগাস্ট, সোমবার সন্ধ্যায় আলতাফ তার কয়েকজন বন্ধুদের সঙ্গে মাঠে খেলা করছিল। সেই সময় সিআরপিএফ জওয়ানরা তাঁদের ঘিরে ফেলে। প্রতিবেদনে প্রকাশ, ভয় পেয়ে ছেলেরা একটি ফুটব্রিজের উপর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। সেই সময় ব্রিজ টপকে নদীতে ঝাঁপ দিতে শুরু করে ছেলেরা। আশপাশের মানুষ কয়েকজনকে উদ্ধার করতে পারলেও আলতাফকে পাওয়া যায়নি। আলতাফ সাঁতারও জানতো না। পরে তাঁর দেহ উদ্ধার হয়। আলতাফের বাবার দাবি, ছেলে জলের নীচে ২০ মিনিটেরও বেশি সময় ছিল। জল থেকে আরও দুই নাবালককে উদ্ধার করা হয়েছে। তাঁরা বর্তমানে শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিংহ হাসপাতালে ভর্তি।
হাফিংটন পোস্ট ইন্ডিয়ার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, শ্রী মহারাজা হরি সিংহ হাসপাতালে বর্তমানে ১৩ জন ছররা গুলির আঘাত নিয়ে এসেছিলেন। তার মধ্যে কয়েকজনের আঘাত চোখে।

Comments are closed.