কাঁথি পুরসভায় সাংসদ শিশির অধিকারী সহ শুভেন্দু, সৌমেন্দুর ঘরে তালা পুর কর্তৃপক্ষের

কাঁথি পুরসভায় সাংসদ শিশির অধিকারীর ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে পুর কর্তৃপক্ষ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর ঘরেও ঝোলানো হয়েছে তালা। বিধানসভা ভোটের পর থেকেই রি কাজ করেছে পুর কর্তৃপক্ষ।

শিশির অধিকারী কাঁথি পুরসভার কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। সৌমেন্দু অধিকারীও এককালে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে বসেছেন।

কাঁথি পুরসভা একসময় ছিল অধিকারী পরিবারের দখলে। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তাঁর ভাই দিব্যেন্দু অধিকারী এবং সৌম্যেন্দু অধিকারীর জন্য আলাদা ঘর ছিল পুরসভায়।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই অধিকারী পরিবারের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে মমতা ব্যানার্জির। শিশির অধিকারী অলিখিতভাবে যোগ দেন বিজেপিতে। সৌম্যেন্দু অধিকারীও যোগ দেন বিজেপিতে। এরপরেই প্রথমে তালা ঝুলিয়ে দেওয়া হয় পুরসভার দোতলায় থাকা শিশিরে ঘরটিতে। খুলে ফেলা হয় শিশিরের নামাঙ্কিত প্লেটও। যা বহু বছর ধরে দরজায় লাগানো ছিল।

চেয়ারম্যান থাকার সময় তিনতলার যে ঘরে বসতেন সৌমেন্দু অধিকারী, সেই ঘরে এখন বসেন পুর-প্রশাসক সিদ্ধার্থ মাইতি। চারতলায় শুভেন্দু এবং দিব্যেন্দুর ঘরটিকেও এখন পুরসভার অন্য কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সিদ্ধার্থ।

Comments are closed.