দেশের নারী ক্ষমতায়নে জোর দেওয়া উচিত; কন্যাশ্রী দিবসে ট্যুইটে বার্তা মুখ্যমন্ত্রীর

কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার সকালে তিনি একটি ট্যুইট করেন। বাংলার মেয়েদের সাফল্যে তিনি গর্বিত বলে জানান।

ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, আজকের দিনে আমি বাংলার সমস্ত নারীর সাফল্যের কাহিনী উদযাপন করছি। তাঁদের কৃতিত্ব, লড়াই, সাফল্য আমায় গর্বিত করেছে।

তিনি আরও দাবি করেন, কন্যাশ্রী প্রকল্পের সাহায্যে কয়েক লক্ষ মেয়ে তাঁদের স্বপ্ন পূরণ করেছে। আমাদের উচিত দেশের নারী শক্তি ক্ষমতায়নের দিকে আরও বেশি করে নজর দেওয়া উচিত।

মুখ্যমন্ত্রীর আসনে বসার পরেই রাজ্যবাসীর জন্য একাধিক প্রকল্প শুরু করেন মমতা ব্যানার্জি। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প গোটা রাজ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গ্রাম, মফস্বল, শহর মিলিয়ে ইতিমধ্যেই কয়েক লক্ষ মেয়ে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

২০১৩ সালে কন্যাশ্রীর সূচনা হয়। প্রকল্প অনুযায়ী, আর্থিক ভাবে দুর্বল ছাত্রীরা বছরে ১ হাজার টাকা বৃত্তি পান এবং এককালীন ২৫ হাজার টাকা পান।

টাকার অভাবে অনেক মেধাবী ছাত্রীকেই মাঝপথে পড়াশোনা ছাড়তে হয়। বহু গরিব পরিবারে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। এই সমস্ত প্রবণতা রুখতে কন্যাশ্রী প্রকল্পের সূচনা।

ইতিমধ্যেই দেশের বাইরেও রাজ্য সরকারের এই প্রকল্প প্রশংসা কুড়িয়েছে। ২০১৫ সালে স্কচ স্মার্ট গভর্নেন্স পুরস্কার পায় কন্যাশ্রী। এর পরে ২০১৭ সালে ইউনাইটেড নেশনের সর্বচ্চ জনসেবা পুরস্কার পায় রাজ্যের এই প্রকল্প।

পর্যবেক্ষকদের অনেকের মতে ২০২১ সালে তৃতীয় বারের জন্য তৃণমূলের ক্ষমতায় আসার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কন্যাশ্রী।

Comments are closed.