বাংলার নাম উজ্জ্বল করে আন্তর্জাতিক স্তরে মেরিট অ্যাওয়ার্ড পেল আরামবাগের কৌশানি

বাংলার নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করল আরামবাগের কৌশানি সামুই। ইন্টারন্যাশনাল পিস পোস্টার মেরিট অ্যাওয়ার্ড পেয়ে তাক লাগিয়ে দিল সে। আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লির মেয়ে কৌশানি। সপ্তম শ্রেণীর ছাত্রী কৌশানি আরামবাগের দক্ষিণ রসুলপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ইন্টারন্যাশনাল পিস পোস্টার মেরিট অ্যাওয়ার্ডে বিশ্বের ২০০ টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়। ভারত থেক কৌশানি ছাড়াও অংশ নিয়েছিল আরও দুইজন।

 

২০০ টি দেশের ৬০০ ছবির মধ্যে ২৩ জনের ছবি সিলেক্ট হয়। রোমানিয়ার প্রতিযোগী বিশ্বসেরা হয়। বাকি ২২ জন পায় মেরিট অ্যাওয়ার্ড। এই ২২ জনের মধ্যে রয়েছে কৌশানি। আরামবাগের চিত্রশিল্পী মানস গনের কাছে ছবি আঁকা শিখেছিল কৌশানি।   বর্ধমানের অগ্রণী লায়ন্স ক্লাবের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নেয় কৌশানি।

বাড়িতে বাবা-মা ছাড়া এক ভাই রয়েছে কৌশানির। কৌশানি জানিয়েছে, ছবি আঁকার পাশাপাশি গান গাইতে ভালো লাগে। বাবা পেশায় স্কুল শিক্ষক কৃষ্ণেন্দু সামুই জানিয়েছে, খুব ভালো লাগছে এই খবরে। মাও পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক সঙ্গীতা সামুই জানিয়েছে, একদম ছোট বয়স থেকে ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল কৌশানির। প্রথমে জানতামই না ও ছবি আঁকে। লকডাউনের পর জানতে পারি ও ছবি আঁকার প্রতি আগ্রহের কথা। ওকে ভর্তি করা একজন আঁকার শিক্ষকের কাছে।

 

এই প্রতিযোগিতাটি গত বছর অক্টোবর মাসে হয়েছিল। প্রথমে জেলাস্তর এরপর রাজ্যস্তর, দেশ হয়ে আন্তর্জাতিক স্তরে যায় কৌশানির ছবি। তাঁর সাফল্যে খুশি পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে জেলার মানুষ।

Comments are closed.