কেরলে সিপিএম ১৬, সিপিআই ৪ আসনে লড়বে, প্রার্থী ঘোষণা ৯ ই ফেব্রুয়ারি

এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটে সিপিএমের কেন্দ্রীয় কমিটি ছাড়পত্র দিলেও, কোন ফর্মুলায় সিপিএম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আসন্ন লোকসভা নির্বাচনে কেরলে ক’টি কেন্দ্রে কে লড়বে তা চূড়ান্ত করে ফেলেছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ।
সূত্রের খবর, কেরলের ২০ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৬ টি আসনে লড়বে সিপিএম। আর বাকি ৪ টি কেন্দ্রে লড়বে সিপিআই। সোমবার প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হয় দুই দলের শীর্ষ নেতৃত্বের মিটিংয়ে। সিপিএম ও সিপিআই দুই দলই, ইতিমধ্যে বেশিরভাগ কেন্দ্রে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে বলে খবর। আগামী শনিবার সিপিএম চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণণ।
সম্প্রতি সাবরীমালা ইস্যুকে কেন্দ্র করে কেরলে বিজেপি-আরএসএস লাগাতার আন্দোলন করলেও, এই রাজ্যে লড়াই মূলত সিপিএমের সঙ্গে কংগ্রেসেরই। অন্তত সম্প্রতিকালে কয়েকটি পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনের ফলে তেমনই ইঙ্গিত মিলেছে। কংগ্রেসকে মূল প্রতিপক্ষ চিহ্নিত করেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কেরল সিপিএম।

Comments are closed.