ড্রাগ কাণ্ডে ছেলে গ্রেফতার! অব্যাহতি কেরলে সিপিএম রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণণের

ড্রাগ কাণ্ডে ছেলের গ্রেফতারির পরই কেরলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরে গেলেন কোডিয়ারি বালাকৃষ্ণণ। তাঁর জায়গায় আসছেন এলডিএফের আহ্বায়ক এ বিজয়রাঘবন। শুক্রবার কেরল সিপিএমের তরফে জানানো হয়েছে, কোডিয়ারির শারীরিক অসুস্থতার কারণে ছুটি অনুমোদন করা হয়।
সম্প্রতি বেঙ্গালুরুতে ড্রাগ কারবারে জড়িত থাকার অভিযোগে ইডির হাতে গ্রেফতার হন বালাকৃষ্ণনের ছেলে বিনেশ কোডিয়ারি। তাঁর বিরুদ্ধে বেআইনি টাকা লেনদেনের অভিযোগও উঠেছে। এই ঘটনায় দলের ভাবমূর্তিতে আঘাত লেগেছে বলে মনে করেন কেরল সিপিএমের একাংশ। তাই কি পদ ছাড়লেন কোডিয়ারি?
যদিও কেরল সিপিএম জানিয়েছে, ২০১৯ সালে কোডিয়ারি বালাকৃষ্ণণ ক্যান্সারের চিকিৎসা করাতে আমেরিকা যাওয়ার জন্য ছুটি নিয়েছিলেন। কিন্তু এবারের তাৎপর্য হল, কোডিয়ারির জায়গায় রাজ্য সম্পাদকের দায়িত্ব দেওয়া হল বিজয়রাঘবনকে। তাহলে কি পাকাপাকি রাজ্য সম্পাদকের পদ থেকে সরে গেলেন পলিটব্যুরো সদস্য কোডিয়ারি?
এর আগে কোডিয়ারির আর এক ছেলে জড়িয়ে পড়েছিলেন ধর্ষণ মামলায়। সেবারও কোডিয়ারিকে সরানোর দাবি উঠেছিল। কোডিয়ারি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, আইন আইনের পথে চলবে। এবার ড্রাগ কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন তাঁর আর এক পুত্র। তারপরই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে গেলেন কেরল সিপিএমের অন্যতম শীর্ষ নেতা কোডিয়ারি বালাকৃষ্ণণ।

Comments are closed.