প্রয়াত কেরলের কিংবদন্তি কমিউনিস্ট নেত্রী গৌরী আম্মা

মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ ICU তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

প্রয়াত হলেন কেরলের প্রবীণ রাজনীতিবিদ কে আর গৌরী আম্মা। বয়স হয়েছিল ১০২ বছর।

বার্ধক্যের কারণে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ ICU তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৫৭ সালে ই এম এস নাম্বুদ্রিপাদের নেতৃত্বে প্রথম কমিউনিস্ট সরকার গঠন হয় কেরলে। সেই সময় গৌ্রী আম্মা ছিলেন কমিউনিস্ট সরকারের অন্যতম সদস্য। কেরলের সবচেয়ে শক্তিশালী মহিলা নেতাদের মধ্যে একজন গৌরী আম্মা।

১৯৯৪ সালে সিপিআইএমের সদস্য পদ ত্যাগ করেন গৌরি আম্মা। এরপর JSS নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। যা পরবর্তীতে কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের অংশ হয়ে ওঠে।

১৯১৯ সালে জন্ম গৌরি আম্মার। অল্প বয়সেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত হন। ই এম এস মন্ত্রিসভায় রাজস্ব মন্ত্রী হিসেবে কৃষি নির্ভর বিল পাশ করাতে মূল ভূমিকা নিয়েছিলেন গৌরি আম্মা। তাঁর মৃত্যুতে দেশের বাম মহলে শোকের ছায়া।

Comments are closed.