দিল্লিতে কৃষকদের বিক্ষোভ মিছিলে কাঁদানে গ্যাস, জল কামান পুলিশের

মঙ্গলবার উত্তর প্রদেশ থেকে রওনা দেওয়া কৃষক বিক্ষোভ মিছিলকে দিল্লিতে ঢুকতেই দিল না পুলিশ। তার আগেই উত্তর প্রদেশ দিল্লি সীমানায় আটকে দেওয়া হয় কৃষকদের। কৃষকদের আটকাতে জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। কৃষি ঋণ মুকুব, বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানো ও স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করার দাবিতে ভারতীয় কিষাণ ইউনিয়নের ডাকে উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার কৃষক এই প্রতিবাদ মিছিলে যোগ দেন। উদ্দেশ্য ছিল, মিছিল করে দিল্লি পৌঁছে কেন্দ্রীয় সরকারকে নিজেদের দাবি জানানো। কিন্তু তার আগেই মিছিল আটকে দেয় পুলিশ। এক মাস আগেই কৃষক-শ্রমিক সমাবেশে উত্তাল হয়েছিল দেশের রাজধানী।
কৃষক সংগঠনের নেতারা জানিয়েছেন, তাঁরা কোনও বিশৃঙ্খল আচরণ করেননি, তাও পুলিশ তাদের আটকেছে বলপূর্বক। নিজেদের দাবির কথা তাঁরা কেন্দ্রকে জানাবেন, নাকি বাংলাদেশ বা পাকিস্তানের সরকারকে তা জানতে চেয়েছেন সংগঠনের কর্তারা। অন্যদিকে, আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এভাবে কৃষকদের বাধা দেওয়ার তীব্র সমালোচনা করেছেন। কৃষক মিছিলকে কাঁদানে গ্যাস এবং জল কামান দিয়ে দমন করার সমালোচনা করেছে সিপিএমও। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান, সরকার দমন পীড়নের যে রাজনীতি নিয়েছে, তাতেই স্পষ্ট দেশের গরিব মানুষের কী অবস্থা।

Comments are closed.