কলকাতায় চালু ড্রাইভ ইন ভ্যাকসিনেশন কর্মসূচি, গাড়িতে বসেই নেওয়া যাবে ভ্যাকসিন

কলকাতায় চালু হল ড্রাইভ ইন ভ্যাকসিনেশন কর্মসূচি। শুক্রবার পার্ক সার্কাসের কোয়েস্ট মলে শুরু হয় এই কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম।

এই প্রসঙ্গে কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান মন্ত্ৰী ফিরহাদ হাকিম বলেন, ভ্যাকসিন দেওয়ার পর ৩০ মিনিট থাকবেন ডাক্তাররা। তিনি আরও জানান, নির্দিষ্ট অ্যাপে নাম নথিভুক্ত করলে সময় দেওয়া হবে। সেই সময় কোয়েস্ট মলে গিয়ে ভ্যাকসিন নিতে হবে গ্রাহকদের।

জানা গেছে উডল্যান্ডস হাসপাতালের সহযোগিতায় এই উদ্যোগ শুরু করেছে কলকাতা পুরসভা।

জানা গেছে, একটি গাড়ি রাখা থাকবে। সেই গাড়ির মধ্যেই থাকবে ডাক্তাররা। সেখানেই হবে ভ্যাকসিনেশন। ভ্যাকসিন নেওয়ার পর কোনও অসুবিধা হলে ডাক্তাররা চিকিৎসা করবেন। ভ্যাকসিনেশন হলে চলে যাবে গাড়ি। শুক্রবার সেখানে মোট ২৪৪ জনকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

বৃহস্পতিবার কলকাতায় চালু হয়েছে ভ্যাকসিনেশন অন হুইলস। রাজ্যের ভ্যাকসিনেশনের গতি বাড়াতে একের পর এক উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। পোস্তা থেকে ভ্যাকসিনেশন অন হুইলসের উদ্বোধন করেন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ভ্যাকসিনেশন অন হুইলস নামের এই বাস শহরের বিভিন্ন বাজার, ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ডে ঘুরবে। এই বাসের মাধ্যমে গণপরিবহনের সঙ্গে যুক্ত মানুষদের ভ্যাকসিন দেওয়া হবে। এরপরেই চালু হল ড্রাইভ ইন ভ্যাকসিনেশন কর্মসূচি।

Comments are closed.