নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত কলকাতার সিপি সহ ৪ পুলিশ অফিসার

কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অনুজ শর্মার জায়গায় কলকাতার নতুন সিপি হলেন রাজেশ কুমার। তিনি আগে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এডিজি পদে ছিলেন। পাশাপাশি, বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি জ্ঞানবন্ত সিংহকেও সরিয়ে দিয়েছে কমিশন। সেখানে নতুন সিপি হচ্ছেন এন রমেশবাবু। তিনি আগে অপারেশনসের এডিজি ও আইজিপি পদে ছিলেন। কমিশন সরিয়ে দিয়েছে বীরভুমের পুলিশ সুপার শ্যাম সিংহকেও। তাঁর জায়গায় বীরভূমের নতুন এসপি হলেন বিধাননগর কমিশনারেটের এয়ারপোর্ট ডিভিশনের ডিসি অভিন্ন রবীন্দ্রনাথ। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার হচ্ছেন কলকাতা আর্মড পুলিশের ডিসি শ্রীহরি পাণ্ডে। নতুন পদে সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত যোগ দিতে নির্দেশ দিয়েছে কমিশন। যে সমস্ত অফিসারদের সরিয়ে দেওয়া হল, তাদের নির্বাচন সংক্রান্ত কোনও কাজে লাগানো যাবে না বলেও রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে কমিশন।
এর আগেও ২০১৬ সালে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় কলকাতার সিপি করা হয়েছিল সৌমেন মিত্রকে। সম্প্রতি রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার পর মুখ্যমন্ত্রী ধর্মতলায় ধর্না দিয়েছিলেন। সেখানে হাজির ছিলেন ডিজি বীরেন্দ্র, অনুজ শর্মা, জ্ঞানবন্ত সিংহ। সেই কারণেই অনুজ শর্মা এবং জ্ঞানবন্ত সিংহকে অপসারিত করা হল বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, ডিজিকেও বদলি করা হবে কিনা তা নিয়ে।

Comments are closed.