মুকুল রায়কে কীভাবে PAC চেয়ারম্যান! স্পিকারকে হলফনামা পেশের নির্দেশ হাই কোর্টের

মুকুল রায়কে PAC চেয়ারম্যান করার সিদ্ধান্তে বিধানসভার স্পিকারকে হলফনামা পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মুকুল রায়কে কী ভাবে PAC চেয়ারম্যান করা হল, জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মঙ্গলবার সেই মামলার শুনানিতে এমনই নির্দেশ দেন বিচারপতি। আগামী ১২ আগস্টের মধ্যে স্পিকার বিমান ব্যানার্জিকে হলফনামা পেশের নির্দেশ দেয় আদালত।

মুকুল রায় দলবদলের পরই তাঁর বিধায়ক পদ খারিজের দাবি তোলে গেরুয়া শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মর্মে স্পিকারের কাছে আবেদনও করেন। তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিকার ব্যবস্থা না নিলে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, বহুদিন বাংলায় দলত্যাগী আইন কার্যকরী না হলেও তিনি তা করে দেখবেন।

এদিকে বিতর্কের মাঝেই মুকুল রায়কে PAC চেয়ারম্যান করা হয়। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিজেপি। ঘটনার প্রতিবাদে বিধানসভার অন্যান্য কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন বিজেপি বিধায়কেরা।

বিরোধী দলনেতা অভিযোগ করেন, সমস্ত প্রথা ভেঙে মুকুল রায়কে PAC চেয়ারম্যান করা হয়েছে। অতীতে এরকম একটাও নিদর্শন নেই। বিরোধী দলের একজনকে PAC চেয়ারম্যান করা হয় সাধারণত। শুভেন্দু কটাক্ষ করে বলেন, উনি বিধায়কই থাকবেন না তো PAC চেয়ারম্যান কী করে থাকবেন।

PAC চেয়ারম্যান পদ নিয়ে চলা বিতর্কের মাঝেই হাইকোর্টের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্পূর্ণ বলে মত পর্যবেক্ষকদের একাংশের।

Comments are closed.