যতদিন না সরকার বিজ্ঞপ্তি জারি করছে, পুরোনো হারেই বাস ভাড়া নিতে হবে; কড়া নির্দেশ হাইকোর্টের 

নতুন বর্ধিত হারে বাস ভাড়া নেওয়া যাবে না। কলকাতা হাই কোর্টের স্পষ্ট নির্দেশ, বেসরকারি বাসে উঠলেই কোনও যাত্রীর থেকে নূন্যতম ১০ টাকা ভাড়া নেওয়া যাবে না। যতদিন রাজ্যের তরফে ভাড়া বাড়ানো নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে ততদিন পূর্বের ভাড়া অর্থাৎ নূন্যতম ৭ টাকা ভাড়াই নিতে হবে।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ২০১৮ সালে সরকারের তরফে নূন্যতম যে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছিল তাই নিতে হবে। কোনও বাস বেশি ভাড়া নিচ্ছে এমন অভিযোগ পাওয়া গেলে রাজ্যের পরিবহন দফতর অভিযুক্ত বাস মালিকের বিরুদ্ধে যথা উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে।

এদিকে সাধারণ যাত্রীদের একটা বড় অংশের বক্তব্য, বাস্তবে পরিস্থিতি কি পাল্টাবে? সেই করোনার সময় থেকে বেসরকারি বাসগুলো কার্যত লাগামছাড়া ভাড়া বৃদ্ধি করেছে। তার ওপরে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে বলেও ভাড়া বাড়িয়েছে বেসরকারি বাসগুলো। এর আগে পরিবহন দফতরের তরফেও বর্ধিত ভাড়া নিয়ে বেসরকারি বাসগুলোকে সতর্ক করা হয়েছিল। যদিও তাতে করেও কোনও সুরাহা মেলেনি। এই অবস্থায় কোর্টের রায় কতটা কার্যকরি হবে এখন সেটাই দেখার।

Comments are closed.