শুক্রবার থেকে কলকাতা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি; মেয়াদ শেষ হচ্ছে প্রকাশ শ্রীবাস্তবের 

কলকাতা হাইকোর্ট নতুন প্রধান বিচারপতি পাচ্ছে। জানা গিয়েছে, শুক্রবার থেকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন টি এস শিবাগণম (Justice TS Sivagnanam)। প্রায় দেড় মাস আগে আইন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, নতুন বিচারপতির নাম প্রস্তাব করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

বর্তমানে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মেয়াদ ৩০ মার্চ বৃহস্পতিবারই শেষ হয়েছে। তিনি ২০২১-এর ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন। প্রসঙ্গত, ২০২১-এর অক্টোবরেই মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির পদ থেকে বদলি হয়ে কলকাতা হাইকোর্টে আসেন। তখন থেকেই কলকাতা হাইকোর্টে বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ২০০৯ সালে মাদ্রাসা হাইকোর্টে বিচারপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১১ সালে মাদ্রাজ হাইকোর্টেই স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কল এবং বিচারপতি কে এম জোসেফের কলেজিয়াম বিচারপতি টি এস শিবাগণমের (Justice TS Sivagnanam) নাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে প্রস্তাব করেছে।

Comments are closed.