২০১১ এবং ২০১৫ সালের টেট পরীক্ষা পাশ করা পরীক্ষার্থীদের দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগকে শেষ পর্যন্ত রায়ে মান্যতা দিল আদালত। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করল কলকাটা হাইকোর্ট৷ নিয়োগ প্রক্রিয়া খারিজ করার পাশাপাশি বাতিল হয়েছে প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্টও। এসবের মাঝেই শীঘ্রই সব নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।
অন্যদিকে জানুয়ারি থেকে নতুন করে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ প্রক্রিয়া চালু হবে। ৪ জানুয়ারির মধ্যেই কাউন্সেলিং, ডকুমেন্ট জমা নেওয়ার কাজ শুরু করার পাশাপাশি এপ্রিলের মধ্যে প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে। অর্থাৎ, গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে ১০ মে ২০২১ সালের মধ্যে। প্যানেলের একাধিক দুর্নীতি বাদ দিতেই এই নয়া রায় দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।
Comments are closed.