জোকা-তারাতলা অর্থাৎ কলকাতা মেট্রোর পার্পেল লাইনে এবার বাড়ছে ট্রেনের সংখ্যা। আগামী সোমবার থেকে আগের তুলনায় দ্বিগুণ সংখ্যায় ট্রেন চলবে ওই রুটে। বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আরও একগুচ্ছ ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত ওই রুটে দিনে ১২টি মেট্রো চলতো। তবে আগামী সোমবার থেকে ২৪টি করে ট্রেন চলবে। ১ ঘন্টার জায়গায় এবার থেকে এই রুটে ৪০ মিনিট অন্তরই ট্রেন পাওয়া যাবে। সেই সঙ্গে দিনের প্রথম ট্রেনের সময়ও অনেকটাই এগিয়ে আনা হচ্ছে। জোকা থেকে প্রথম মেট্রোটি ছাড়ে সকাল ১০ টায়। তবে ১ মে থেকে সকাল ১০টার জায়গায় জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে ৮টা বেজে ৫৫ মিনিটে। জোকা থেকে শেষ মেট্রো ছাড়বে ৪টে ২০ মিনিটে। উল্টো দিকে তারাতলা থেকে প্রথম মেট্রো ছাড়বে ৯.২০ মিনিটে এবং শেষ মেট্রো ৪.৪০ মিনিটে। এছাড়াও আপ লাইনে বেলা ১২টা থেকে ৩টে এবং ডাউনে বেলা সাড়ে বারোটা থেকে ৩ টে পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। ১ মে থেকে ওই সময়ও মেট্রো চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে আগের মতোই শনি ও রবিবার ওই রুটে মেট্রো চলাচল বন্ধই থাকছে।
দীর্ঘ দিন ধরেই পার্পেল লাইনের যাত্রীদের দাবি ছিল মেট্রোর সংখ্যা বাড়ানো। বিশেষ করে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের একটা বড় অংশ এই দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি মেনেই ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি বেহালা বাসীও এতে বিশেষ করে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.