শহরের বস্তিগুলোর উন্নয়ন করে, প্রত্যেকটি বস্তিকে ‘মডেল স্লাম’ হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিল কলকাতা পুরসভা। এক একটি বস্তি পিছু ১ কোটি টাকা ধার্য করা হয়েছে।
২০১৫ সালে ৫৮ নম্বর ওয়ার্ডের হাতগাছিয়া-১ নম্বরের বস্তিকে মডেল স্লাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিল পুরসভা। ওই এলাকার আরও কয়েকটি বস্তির সার্বিক পরিস্থিতির উন্নয়নে জোর দিয়েছে কলকাতা পুরসভা। বর্তমানে উত্তর কলকাতার মোট ২০ টি বস্তি উন্নয়নের কাজ শুরু করা হয়েছে। বেলগাছিয়া এলাকার ১৫ টি বস্তি এবং মানিকতলার ৩২ নম্বর ওয়ার্ডে ৫ টি বস্তির উন্নয়নের কাজ শুরু করা হচ্ছে। প্রত্যেক বস্তির উন্নতিকল্পে ১ কোটি টাকা করে ধার্য করা হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। বস্তিগুলিতে পর্যাপ্ত পরিমানে শৌচাগার, ড্রেন তৈরি ও সংস্কারের কাজ, পানীয় জলের ব্যবস্থা করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়াও রাস্তা সংস্কার, আলোর সুবন্দোবস্তও করবে কলকাতা পুরসভা। বস্তি এলাকার পরিবেশের উন্নতির পাশাপাশি সৌন্দর্যায়নেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। বস্তির কাছাকাছি ছোট ছোট বাগান তৈরির পরিকল্পনা রয়েছে পুরসভার। আপাতত ২০ টি বস্তির উন্নয়নের কাজ শুরু করলেও আগামী দিনে কলকাতার সব বস্তিকে মডেল স্লাম হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে কলকাতা পুরসভা।
Comments