আতঙ্কের নাম মাঙ্কিপক্স! নয়া রোগ মোকাবিলায় একাধিক পদক্ষেপ কলকাতা পুরসভার 

করোনার খাঁড়া এখনও সরেনি। তবে করোনা আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই নতুন রোগের খোঁজ মিলেছে। মাঙ্কিপক্স। যদিও পূর্ব ভারতে এখনও সেই রোগের দেখা মেলেনি। কিন্তু নতুন রোগ নিয়ে কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ কলকাতা পুরসভা। মাঙ্কিপক্স মোকালবিলায় একাধিক পদক্ষেপ নিচ্ছে তারা। জানা গিয়েছে, মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা অভিযান শুরু করতে চলেছে পুরসভা। সেই সঙ্গে রোগের জীবাণু খুঁজতে বাড়ি বাড়ি অভিযান চালাবে স্বাস্থ্যকর্মীরা। পাশপাশি ডাক্তারদেরও বিশেষ ভাবে প্রশিক্ষিত করা  হচ্ছে। 

আরব আমিরশাহি ফেরত কেরলের এক বাসিন্দার মাঙ্কিপক্সে মৃত্যু ঘটেছে। রাজস্থানেও একজনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে। তবে পূর্ব ভারতে এখনও নতুন রোগের দেখা মেলেনি। কিন্তু তা সত্ত্বেও রোগ মোকাবিলায় কোনও রকম ফাঁকফোকর রাখতে চাইছে না পুরসভা। ইতিমধ্যেই ডাক্তার দিয়ে নিয়ে একটি বিশেষ কর্মশালারও আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে নতুন রোগ মোকাবিলায় সোমবার ডেপুটি মেয়র অতীন ঘোষ, রাজ্য স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব এবং পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা একটি জরুরি বৈঠক করেন। ওই মিটিং থেকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। 

পুরসভা সূত্রে খবর, আগামী দিনে ১৪৪ টি ওয়ার্ডে মাইকিং, হোর্ডিং দিয়ে সচেতনতা অভিযান চালানো হবে। পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতর বিশেষ সেমিনার আয়োজন করে চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে। বুধবার স্বাস্থ্যভবনে সমস্ত পুরসভার প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছে। বুধবারের বৈঠকের পর আগামী দিনে রোগ মোকাবিলায় আরও একাধিক পরিকল্পনা করা হবে বলে খবর। 

Comments are closed.