প্রিয়াঙ্কা টিবরেওয়াল, সুকান্ত মজুমদার, অর্জুন সিংহের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা কলকাতা পুলিশের

ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। মামলা দায়ের হয়েছে সাংসদ অর্জুন সিংহ ও বিজেপি নেতা জ্যোতির্ময় সিংহ মাহাতোর বিরুদ্ধেও। বৃহস্পতিবার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধূর্জটি ওরফে মানস সাহার মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির কিছু দূরেই দলীয় কর্মীরা মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।

তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে কলকাতা পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৫, ১৪৭, ১৪৯, ২৮৩ ধারার পাশাপাশি ৩৫৩ ধারায় দায়ের হয়েছে মামলা। বিজেপির অভিযোগ, ভোটের ফল প্রকাশের দিন গণনাকেন্দ্র থেকে বেরোতেই তৃণমূল কর্মীদের সঙ্গে অশান্তি শুরু হয় ধুর্জূটি ওরফে মানস সাহার। বিজেপির অভিযোগ, তৃণমূল সমর্থকরা মাথা ফাটিয়ে দিয়েছিল মানস সাহার। কয়েকদিন আগে ঠাকুরপুকুরের বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হলে মারা যান তিনি। বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতর থেকে সুকান্তর নেতৃত্বে বিজেপি কর্মীরা মানসের মৃতদেহ নিয়ে রওনা হন। মৃতদেহ নিয়ে মমতার কালিঘাটের বাড়িতে যাওয়ার চেষ্টা করে বিজেপি কর্মীরা। বাধা দেয় পুলিশ। শুরু হয় অশান্তি।

Comments are closed.