এবার ১০০ ডায়ালে পৌঁছে যাবে মোটরবাইক বাহিনী; নতুন পরিষেবা চালু করল লালবাজার 

১০০ ডায়ালে যাতে আর দ্রুত সাহায্যপ্রার্থীর কাছে পৌঁছে যাওয়া যায়, সেই উদ্যোগ নিল লালবাজার। ১০০ ডায়ালে এতদিন পুলিশের পিসিআর ভ্যান পৌঁছাত। এবার তার সঙ্গে যুক্ত হল মোটর বাইক। এর জেরে আরও দ্রুত অকুস্থলে পৌঁছে যেতে পারবেন পুলিশ কর্মীরা। শুক্রবার ৩০ টি মোটরবাইক নিয়ে এই উদ্যোগ শুরু হয়েছে। উদ্বোধন করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

লালাবাজারের তরফে জানানো হয়েছে, ধীরে ধীরে কলকাতা পুলিশের আওতায় থাকা সমস্ত থানায় এই পরিষেবা চালু হবে। এর জেরে নাগরিকদের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে।

লালবাজার সূত্রে খবর, এতদিন পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে ৫২টি পিসিআর ভ্যান ছড়িয়ে ছিটিয়ে থাকত। ১০০ ডায়ালে কেউ সাহায্য চাইলে টহলদারি ভ্যানগুলো ঘটনাস্থলে পৌঁছে যেত। এছাড়াও প্রতিটি ট্রাফিক গার্ডের কাছে একটি করে ট্যাব দেওয়া রয়েছে। কোনও রকম সাহায্যের ফোন এলে কর্তব্যরত ট্রাফিক গার্ড সার্জেন্টকে ঘটনাস্থলে পাঠাত। তবে এই পুরো প্রক্রিয়াটার জন্য সময় লাগতো ৫ থেকে ৭ মিনিট। লালবাজার সূত্রে খবর, পুলিশ কমিশনার এই ‘রেসপন্স’ টাইমটাই কমিয়ে আনতে চাইছেন। মনে করা হচ্ছে বাইকে পরিষেবা শুরু হলে ৩ থেকে ৪ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাওয়া যাবে। খুব শীঘ্রই এই কাজে আরও ৪২টা নতুন বাইক কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে।

Comments are closed.