অবশেষে স্বাভাবিকের নীচে কলকাতার তাপমাত্রা, শীত নিয়ে কী জানাল হাওয়া অফিস? 

শীতের ইনিংস শুরু কলকাতায়। দীর্ঘ অপেক্ষার পর শেষমেশ কলকাতার পারদ স্বাভাবিকের নীচে। সপ্তাহের শুরুর দিনই কলকাতায় ফিরেছে শীতের আমেজ। মাঝে ঘূর্ণিঝড়ের কারণে তাপমাত্রা বেশখানিকটা বেড়েছিল। ডিসেম্বরে অকাল বৃষ্টিরও সাক্ষী থেকেছে দক্ষিণবঙ্গবাসী। তবে শেষসব কাটিয়ে এখন শীত ফিরছে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি কম. পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও তাপমাত্রা বেশ অনেকটাই কমেছে। আসানসোলের তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে। পশ্চিমের জেলাগুলোতে প্রায় দশ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। এদিন কলকাতার সর্বচ্চ তাপমাত্রাও ২৫ ডিগ্রির মধ্যে থাকবে বলেই হাওয়া অফিস জানিয়েছে . 

এদিকে উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং-এ তুষারপাতের সম্ভবনা রয়েছে । দক্ষিণবঙ্গ শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভবনা নেই । মোটের ওপর বিলম্বিত হলেও অবশেষে শীতের দেখা মিলেছে দক্ষিণবঙ্গে ।

Comments are closed.