শিক্ষাক্ষেত্রে জয়জয়কার কলকাতার; দেশের সেরা দশ স্কুলের তালিকায় শহরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান 

ফের শিক্ষাক্ষেত্রে নজির গড়ল কলকাতা। দেশের সেরা ১০টি স্কুলের তালিকায় জায়গা করে নিল কলকাতার একাধিক বিদ্যালয়। বুধবারই প্রকাশিত হয়েছে, Annual Education World School Ranking 2023-2024. সেই তালিকায় একাধিক বিভাগে ১ থেকে ১০-এর মধ্যে জায়গা করে নিল কলকাতার কয়েকটি স্কুল। 

দেশের রাজ্য সরকার পরিচালিত সেরা দশ স্কুলের মধ্যে রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ। দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। ভারতের ফিলানথ্রপি স্কুলের তালিকায় সেরা দশের মধ্যে ৭ নম্বরে রয়েছে কলকাতার ফিউচার হোপ স্কুল। 

পাশাপাশি গার্লস ডে স্কুলের তালিকায় সেরা দশের মধ্যে রয়েছে কলকাতার মর্ডান হাই স্কুল ফর গার্লস। সারাদেশের মধ্যে ৩ নাম্বর স্থানে রয়েছে। সুশীলা বিড়লা গার্লস হাই স্কুল রয়েছে ১০ নম্বর স্থানে। হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ রয়েছে ৭ নম্বর স্থানে। এছাড়াও একাধিক বিভাগে কলকাতার একাধিক স্কুল জায়গা করে নিয়েছে। 

Comments are closed.