স্বস্তির খবর, ৫ দিনের মাথায় অবরোধ প্রত্যাহার আদিবাসী কুর্মি সমাজের 

প্রায় ১০০ ঘন্টা পর সড়ক ও রেল অবরোধ প্রত্যাহার করে নিল আদিবাসী কুর্মি সমাজ। স্বস্তিতে নিত্য যাত্রীরা। যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন, এখনও তাঁরা দাবিদাওয়া অনড় রয়েছেন। দাবি পূরণ না হলে ভবিষৎ-এ আন্দোলন আরও জোরদার হবে বলে জানিয়েছেন কুর্মি সমাজের প্রতিনিধিরা। 

শনিবার তিন জেলার জেলা শাসকের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন আন্দলোনকারীদের প্রতিনিধিরা। দীর্ঘ বৈঠকের পরই প্রাথমিক সমাধান মিলেছে বলে খবর। 

জানা গিয়েছে, আদিবাসী উন্নয়ন দফতরের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। বৈঠকে উপস্থিত ছিলেন তিন জেলার জেলা শাসকও। এদিন পুরুলিয়ার জেলাশাসকের দফতরে প্রায় ১ ঘন্টা ধরে ভার্চুয়াল বৈঠক চলে। আদিবাসী কুর্মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো জানান, সরকারের সঙ্গে আলোচনা সন্তোষজনক। তবে ভবিষৎ-এ দাবি না মিটলে ফের আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন অজিত মাহাতো। 

এদিকে পুরুলিয়ায় রেল অবরোধ উঠে গেলেও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং ঝাড়গ্রামের লোধাশুলিতে এখনও সড়ক অবরোধ প্রত্যাহার করেননি বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, বৈঠকে তাঁদের যে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাঁরা ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর আলোচনা করবেন। তারপর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ কুর্মি সমাজের নেতা অজিত মাহাতো আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করলেও লোধাশুলি এবং খেমাশুলিতে সড়ক অবরোধ চলছে।    

 

Comments are closed.