তীব্র দাবদাহে পুড়ছে শহর, ট্রাফিক পুলিশ কর্মীদের কাজের সময় কমাল লালবাজার 

শহরের তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। চলছে তাপপ্রবাহ। গোটা শহর কার্যত জতুগৃহ। খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে দিনের বেলা বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু পেশার তাগিদে এই রোদেও ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে কর্তব্যরত পুলিশকর্মীদের। প্রখর রোদ মাথায় নিয়েই শহরের ট্রাফিক সামলাতে হচ্ছে। এবার সেই ট্রাফিক কর্মীদের কিছুটা স্বস্তি দিতে কাজের সময় কমাল লালবাজার। 

লালবাজারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই ট্রাফিকে কর্তব্যরত পুলিশকর্মীদের কাজের সময় ২ ঘন্টা করে কমানো হচ্ছে। সাধারণত কাজের সময় ৮ ঘন্টা থাকে, ২ ঘন্টা কমে সেটি ৬ ঘন্টা করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই নির্দেশের আওতায় থাকবে হোমগার্ড, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়াররা। যদিও ট্রাফিক সার্জেন্টদের কাজের সময় অপরিবর্তিত থাকবে বলেই জানানো হয়েছে। লালবাজারের পুলিশ কর্তাদের দাবি, করোনা পর্ব বাদ দিলে ২০১৯ সাল এবং ২০২২ পর্যন্ত তীব্র গরমে নিচু তলার ট্রাফিক কর্মীদের জন্য এই নির্দেশ দেওয়া হয়। কারণ গরমে এঁরা দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে ডিউটি করেন। যার ফলে তীব্র অসুস্থ হওয়ার সম্ভবনাও বেশি থাকে। তবে ট্রাফিক সার্জেন্টদের যেহেতু ঘুরে ঘুরে কাজ করতে হয়, তাই তাঁদের এই নির্দেশের আওতায় বাইরে রাখা হয়েছে বলে লালবাজারের দাবি। 

Comments are closed.