এখনও সঙ্কটে লতা মঙ্গেশকর, ব্রিচ ক্যান্ডি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বর্ষীয়ান সঙ্গীত সাম্রাজ্ঞী

কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক, জানালেন চিকিৎসকেরা। যদিও নতুন করে তাঁর শারীরিক অবস্থার আর অবনতি হয়নি বলে জানা যাচ্ছে। গত সোমবার ভোররাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা। চিকিৎসকেরা জানিয়েছিলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। মঙ্গলবার এক মেডিকেল বুলেটিনে জানানো হয়, সঙ্কটজনক অবস্থায় আছেন গায়িকা, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
বুধবার ব্রিচ ক্যান্ডি হাসপাতাল সূত্রে খবর, এখনও সঙ্কটজনক অবস্থায় রয়েছেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী। লতা মঙ্গেশকরের চিকিৎসক প্রতীত সমদানি জানান, গায়িকাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এখনই শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করা কঠিন বলে জানান চিকিৎসক। দফায় দফায় গায়িকার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। সব কিছু দ্রুত ঠিক হয়ে যাবে বলে আশাবাদী চিকিৎসকরা। তাঁর এক্স-রে রিপোর্টেও সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছে। গায়িকাকে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। সূত্রের খবর, লতাকে আরও সপ্তাহ খানেক হাসপাতালে রাখা হতে পারে।
তবে গায়িকার পরিবার সূত্রে খবর, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। পরিবারের তরফে গায়িকাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইলেও তাঁর শারীরিক অবস্থার কথা ভেবে পরে তাঁকে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বছরের মার্চ মাসে ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে ‘সুগন্ধ মুঝে ইস মিট্টি কি’ রেকর্ড করেন। ‘ভারতরত্ন’ সম্মানিত কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন বিভিন্ন মহল।

Comments are closed.