মন্ত্রিসভা থেকে ইস্তফা লক্ষ্মী রতন শুক্লর, এবার কি বিজেপিতে?
লক্ষ্মীর ইস্তফা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী
মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্ল। রাজনীতি থেকে অবসর নিতে চান। চিঠি লিখে জানালেন মুখ্যমন্ত্রীকে। লক্ষ্মীরতন শুক্ল আবার ক্রিকেট দুনিয়াতে ফিরে যেতে চান। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল লক্ষ্মী বিজেপিতে যেতে পারেন। মঙ্গলবার লক্ষ্মীরতন মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি অন্য কোনও দলে যাবেন না। তিনি ক্রিকেট জগতের লোক সেখানেই ফিরে যেতে চান। লক্ষ্মী চিঠিতে লিখেছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেও বিধায়ক হিসেবে তিনি মেয়াদ পূরণ করবেন।
শুধু মন্ত্রিসভা নয় লক্ষ্মী হাওড়া জেলা তৃণমূলের সভাপতি সহ বিভিন্ন পদে ছিলেন। আচমকা তাঁর মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও লক্ষ্মী মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন তিনি অন্য কোনও দলে যাবেন না। বরং ক্রিকেট প্রশাসনেই ফিরতে চান লক্ষ্মীরতন শুক্ল, বলে চিঠিতে লিখেছেন লক্ষ্মী।