লখিমপুরের কৃষক হত্যার ঘটনায় রাজ্যজুড়ে রেলরোকো কর্মসূচি বামেদের 

লখিমপুরের খেরিতে কৃষক হত্যার ঘটনায় সোমবার জেলায় জেলায় রেল রোকো কর্মসূচি পালন করল বাম দলগুলি। সোমবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে একাধিক জেলায় রেল অবরোধ করে বাম দলগুলি। পুরুলিয়া, পূর্বমেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া সহ বিভিন্ন জায়গায় রেল লাইনে বসে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা। 

এদিন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা খড়্গপুর শাখায় ওন্দালগ্রাম স্টেশনের কাছে ট্রেন আটকায় আন্দোলকারীরা। অবরোধের জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর আদ্রা শাখায় বেশকিছুক্ষনেই জন্য ট্রেন পরিষেবা ব্যাহত হয়। পাশাপাশি বুনিয়াদপুরে রেল অবরোধের জেরে গৌড় এক্সপ্রেস মালদা থেকে বালুরঘাট যাওয়ার পথে আটকে যায়।  

বর্ধমান জেলার অন্ডালের লছিমপুরেও সিপিএম-র নেতৃত্বে রেল অবরোধ কর্মসূচি পালন করা হয়। বেশ কিছুক্ষণ আন্দোলনকারীরা লোকাল ট্রেন আটকে রাখেন। পরে আরপিএফের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এছাড়াও পশ্চিম বর্ধমানের আসানসোলে রেল অবরোধ করে কিষান মোর্চা কমিটি। স্টেশন চত্বরে মিছিল করে তাঁরা। কৃষ্ণনগরেও রেল অবরোধ কর্মসূচি পালন করে বামেরা।  

উল্লেখ্য, লখিমপুরে কৃষক হত্যার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা দাবি করেছেন আন্দোলনরত কৃষকরা। 

Comments are closed.