লক্ষাধিক কর্মসংস্থান দেশে! ঘোষণা অর্থমন্ত্রীর!

আগামী দুই বছরে দেশে ১০ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আগেই কেন্দ্রীয় সরকার ‘আত্মনির্ভর ভারত রোজগার যোজনা’ প্রকল্পের কথা ঘোষণা করেছে। এই প্রকল্পের জন্য সরকারের খরচ হবে ৬ হাজার কোটি টাকা। কেন্দ্র ঘোষণা করেছে, ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন’ (ইপিএফও)-এর মাধ্যমে তারা ‘ওয়েজ সাবসিডি’ দেবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এই সুবিধা ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর অবধি যাঁরা কাজ হারিয়েছেন এবং নতুন করে কাজে যোগ দিচ্ছেন তাঁদের জন্য। আর অক্টোবর ২০২০ থেকে জুন ২০২১ অবধি এই সাবসিডি দেবে সরকার। আগামী দু’বছর ধরে এই সাবসিডি পাওয়া যাবে।

প্রসঙ্গত, যে সমস্ত সংস্থা ৫০ জনের বেশি কর্মী নিয়ে কাজ করে তাদের আরও ৫ জন নতুন কর্মীকে যুক্ত করতে হবে। আর কোনও সংস্থায় এই সংখ্যা ৫০ জনের কম হলে তাদের কমপক্ষে আরও ২ জন কর্মী নিয়োগ করতে হবে।

Comments are closed.