নিরাপত্তা বাড়াতে ও দুর্ঘটনা এড়াতে জরিমানা বৃদ্ধির বিরোধিতা করে মুখ্যমন্ত্রীকে চিঠি বাস মালিকদের

পথের নিরাপত্তা বাড়ানো ও দুর্ঘটনা এড়াতে জরিমানা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাস মালিকরা। সম্প্রতি, পথের নিরাপত্তা বাড়াতে ও দুর্ঘটনা এড়াতে জরিমানা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।

যা নিয়ে বিরোধিতা করেছে রাজ্যের সমস্ত বাস মালিক সংগঠন, অ্যাপ ক্যাব মালিকেরা। বাস মালিকরা ‘পরিবহন বাঁচাও কমিটি’ নামে একটি সংগঠন খুলেছেন। এই সংগঠন জরিমানা বৃদ্ধির বিরোধিতা করে মুখ্যমন্ত্রী ও পরিবহনমন্ত্রীকে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, করোনার জন্য দীর্ঘ দুবছর ধরে বাসে যাত্রী কম উঠছে, জ্বালানির দাম বেড়েছে, ইঞ্জিন সহ বাসের সমস্ত যন্ত্রাংশের দাম বেড়ে গেছে। তাই জরিমানা বৃদ্ধি করলে অসুবিধা হবে তাঁদের।

এই নিয়ে গত বৃহস্পতিবার রাসবিহারীতে বিক্ষোভ ও মিছিল করে বাস মালিক সংগঠন গুলি।

Comments are closed.