সংসার টানতে নৌকা ভরসা এই মহিলা মাঝির

সংসার টানতে নৌকা টানছেন মহিলা মাঝি। জঙ্গলকন্যা সেতুকে সামনে রেখে দিনরাত এক করে নৌকা টেনে চলছেন কাজল নায়েক। নারী পুরুষের অধিকার নিয়ে সে লড়াই করে না। সে জানে তাঁর পরিশ্রম বাঁচাবে বৃদ্ধ বাবাকে। জোগাবে বোনের ওষুধ। আরেক বোনের সামনে বিয়ে।

পশ্চিম মেদিনীপুরের আটাঙ্গা গ্রামের বাসিন্দা শ্রীকান্ত নায়েক। বাড়িতে ৩ মেয়ে। বড় নিয়ে কাজল সারাদিন নৌকা চালান। এই টাকা দিয়ে সংসার চালাতে হয় তাঁকে। ভাঙা ঘর, ঠিক ভাবে জোটে না দুবেলার খাবার। এরমধ্যে বাড়িতে বসে থাকলে পেট তো চলবেই না, বোনের ওষুধ কেন যাবে না। তাই বৃদ্ধা বাবার মুখের দিকে তাকিয়ে নৌকা টানছেন তিনি।

আগে ইটভাটায় কাজ করতেন কাজল। কিন্তু এখন ইটভাটা বন্ধ। তাই তিনি বেছে নিয়েছেন নৌকা টানার কাজ। সারাদিন নৌকা টেনে রাতে শরীর ভেঙে আসে, কিন্তু উপায় নেই, পরিবারকে বাঁচাতে হবে, তিনি যে বড় মেয়ে।

Comments are closed.